গাজীপুরের টঙ্গীর খৈরতল সাতাইশ রোডে অবস্থিত ভিয়েলাটেক্স লিমিটেড (ভিয়েলাটেক্স গ্রুপ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

সোমবার (৩ নভেম্বর) ভোরে কারখানার গেটে তালা ঝুলিয়ে নোটিশ টানিয়ে দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিদেশি ক্রেতার বরাদ্দ করা ইনসেন্টিভ নিয়ে কিছু শ্রমিকের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, যা অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি করে। ব্যবস্থাপনার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শ্রমিকদের একটি অংশ কাজ বন্ধ করে দিলে উৎপাদন ব্যাহত হয় এবং শ্রম পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে। কর্মপরিবেশ নিরাপদ না থাকায় শ্রম আইন ১৩(১) ধারায় ৩ নভেম্বর থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সকালে কাজে এসে গেটে তালা ঝুলতে দেখে আতঙ্কে পড়েন শ্রমিকরা। তাদের অনেকে জানান, নোটিশ টানানো ও চারদিকে পুলিশ মোতায়েন দেখে মনে হচ্ছিল বড় কোনো ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৩০০–৪০০ শ্রমিক কারখানার সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় শিল্প পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা আশপাশের এলাকায় অবস্থান নেন।

ভিয়েলাটেক্সের এইচআর অ্যাডমিন মাহবুব বলেন, ‘আমাদের এখানে কোনো অঘটন ঘটেনি। নিয়ম অনুযায়ী নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন সতর্কতার অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।’

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সেলিম জানান, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।’

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version