গাজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) এক সাংবাদিককে বরখাস্ত করায় আদালত তাদের জরিমানা করেছে। অ্যান্টোইনেট লাতুফ নামের এই সাংবাদিক ২০২৩ সালের ডিসেম্বরে এবিসি রেডিও সিডনির মর্নিং শোর উপস্থাপক হিসেবে যোগদান করেন। তবে তিন দিন কাজ করার পরই তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে একটি পোস্ট শেয়ার করায় বরখাস্ত হন।
বিচারক ড্যারিল রঙ্গিয়াহ জানান, লাতুফকে পোস্ট না করার কোনো স্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়া হয়নি। বরখাস্তের পেছনে রাজনৈতিক চাপ ও ইসরায়েলপন্থী লবিস্টদের প্রভাব ছিল। এ কারণে আদালত এবিসিকে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
এর আগে এবিসি লাতুফকে ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছিল। এবার অতিরিক্ত ৮০ হাজার ডলার জরিমানা করা হয়েছে যাতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এমন আচরণ না করে। আদালত লাতুফের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশও দিয়েছে। বিচারক জানান, এই সিদ্ধান্তে নিশ্চিত করা হয়েছে যে, ভবিষ্যতে সাংবাদিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় প্রতিষ্ঠান শিক্ষা গ্রহণ করবে।
ম্যাংগোটিভি/ আরএইচ
