কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক যাত্রা যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুই সংগঠনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা গুম ও খুনের শিকার ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন। তারা কান্নাজড়িত কণ্ঠে তাদের স্বজনদের তুলে নেওয়ার বর্ণনা দেন এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। অনেক পরিবার এখনও জানে না—গুমের শিকার তাদের স্বজনদের শেষ পরিণতি কী হয়েছে।

তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে। কোনো পরিবারে একজন নির্যাতিত হলে আরেকজন রাজপথে নেমে এসেছে। বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না। ষড়যন্ত্র করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না।

তিনি আরও বলেন, বিভিন্ন অজুহাতে কেউ কেউ গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এবার যদি গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হয়, তাহলে তা শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা হবে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত অবস্থানের কারণে আগামী দিনের বাংলাদেশ নিয়ে দলের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা যাচ্ছে না। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বিএনপি সেই সুযোগ দেবে না। তিনি বলেন, বিএনপির ভদ্রতা দুর্বলতা নয়। গণতন্ত্রে উত্তরণের পথ যারা রুদ্ধ করতে চায়, তাদের ষড়যন্ত্র সফল হবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version