বিনিয়োগকারীদের জন্য সহনীয় সময় রেখে নতুন মার্জিন ঋণ বিধিমালা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন বিধিমালা অনুযায়ী, যেসব শেয়ার আর ঋণযোগ্য থাকবে না, সেগুলো বিক্রির জন্য বিনিয়োগকারীদের ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। ফলে বাজারে কোনো তাৎক্ষণিক ধাক্কা লাগবে না বলে আশা করা হচ্ছে।

বিএসইসি জানিয়েছে, নতুন বিধিমালা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে বাজার অংশগ্রহণকারীরা পরিবর্তনের সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে পারেন।

প্রধান পরিবর্তনসমূহ:

মার্জিন ঋণ পেতে ন্যূনতম বিনিয়োগ: পাঁচ লাখ টাকার কম বিনিয়োগ থাকলে নতুন করে ঋণ নেওয়া যাবে না। পুরনো বিনিয়োগকারীদের শর্ত: যাদের বিনিয়োগ পাঁচ লাখ টাকার নিচে, তাদের এক বছরের মধ্যে বিনিয়োগ পাঁচ লাখে উন্নীত করতে হবে। ঋণের অনুপাত: যাদের বিনিয়োগ ১০ লাখ টাকার নিচে, তারা নিজেদের বিনিয়োগের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন। ‘ফোর্স সেল’ ও ‘মার্জিন কল’: ঋণগ্রহীতার পোর্টফোলিওতে বিনিয়োগমূল্য ৫০ শতাংশে নেমে এলে বাধ্যতামূলক বিক্রি (Force Sell) হবে। এর আগে ৭৫ শতাংশে নামলেই ‘মার্জিন কল’ করা হবে। ঋণদাতার ক্ষমতা: প্রয়োজনে ঋণদাতা প্রতিষ্ঠান নিজেই শেয়ার বিক্রি করে ঋণ অনুপাত বজায় রাখতে পারবে।

বিধিমালা জারির আগে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছিল যে, অনেক নন-মার্জিন শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয়ের চাপ তৈরি হতে পারে। তবে নতুন বিধিতে শিথিল সময়সীমা দেওয়ায় সেই আশঙ্কা এখন কেটে গেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিএসইসির এই পদক্ষেপে বিনিয়োগ পরিবেশ স্থিতিশীল থাকবে এবং বাজারে ইতিবাচক মনোভাব ফিরবে।

Share.
Exit mobile version