কাতার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সতর্কতা জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কাতারের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান উন্নত জীবনের আশ্বাস দিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে। পরবর্তীতে এসব প্রলোভনের ফাঁদে পড়ে অনেকে বিপুল অর্থ ব্যয় করে প্রতারণার শিকার হচ্ছেন। ইতোমধ্যে একাধিক ভুক্তভোগী এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসে অভিযোগ দাখিল করেছেন।
দূতাবাস আরও জানায়, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাওয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে অনুরোধ জানানো হচ্ছে।
প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট দেশের বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করা এবং সন্দেহজনক প্রস্তাব বা লেনদেনের ক্ষেত্রে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

