বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সকল মানুষের নেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন। তিনি জানান, দেশে ফেরার পর তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ের নেতৃত্ব দেবেন।

দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এত বেশি যে প্রত্যেকটি আসনের জন্য কমপক্ষে ১০ গুণ প্রার্থী আছে। স্থানীয় ও জেলা নেতারা এবং দলের পক্ষ থেকে জরিপের মাধ্যমে যেসব প্রার্থী জনপ্রিয়, তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন। ডা. জাহিদ স্পষ্ট করেন যে, সোশ্যাল মিডিয়া ও সংবাদপত্রে যেসব খবর প্রকাশ হচ্ছে, দল তা এখনও নিশ্চিত করেনি।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকারের পক্ষের সোচ্চার থেকেছে। আওয়ামী লীগের বিষয়ে ডা. জাহিদ মন্তব্য করেন, এ দলের ইতিহাস ও নেতারা কখনো জনগণের পক্ষের ছিলেন না এবং তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী। তিনি যোগ করেন, শেষ বিচারের মালিক আল্লাহ, এবং মাঠে জনগণই ঠিক করবে তাদের কীভাবে প্রতিহত ও প্রত্যাখ্যান করতে হবে।

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version