জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, তিনি কখনো দলীয় নির্দেশে কাজ করেননি, ভবিষ্যতেও করবেন না।

রোববার (১২ অক্টোবর) বিকেলে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এ সময় এক প্রশ্নে তাঁকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জেলা প্রশাসক নিয়োগ নিয়েও এমন পরিস্থিতি তৈরি হলে তিনি কীভাবে সামলাবেন?

জবাবে এহছানুল হক বলেন, ‘আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, কিন্তু দলীয় নির্দেশে কখনো কোনো কাজ করিনি, করিও না, ভবিষ্যতেও করব না। নির্বাচনকে সামনে রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিরপেক্ষভাবে পালন করব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের যেভাবে দায়িত্ব পালন করতে বলবে, আমরা সেভাবেই করব। মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।’

রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাঁকে চুক্তিভিত্তিকভাবে সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়। দুপুর ১টার দিকে তিনি মন্ত্রণালয়ে যোগ দেন। এ সময় কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

নির্বাচনকে সামনে রেখে এই দায়িত্বকে তিনি ‘চ্যালেঞ্জ’ হিসেবেই দেখছেন জানিয়ে এহছানুল হক বলেন, ‘নিশ্চয়ই নির্বাচন একটি চ্যালেঞ্জ। তবে আমি প্রধান নির্বাচন কমিশনারের ওপর পূর্ণ আস্থা রাখি। তিনি একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেবেন।’

রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘আমার অধীন কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। ২০০৯ সালেও নির্বাচন হয়েছে, তখনও আমাদের প্রশাসন ভালো কাজ করেছে। আমরা সুযোগ পেলে এবারও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব।’

আগের জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তিনি আমার ব্যাচমেট, তাঁর সম্পর্কে কিছু বলব না। তবে আমি বলতে পারি- আমি কখনো নিরপেক্ষতা হারাইনি।’

Share.
Exit mobile version