এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম ওরফে এস আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ অনুমোদনের সরকারি মেমো স্থগিত করেছেন হাইকোর্ট। রোববার (১৬ নভেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী আবদুল্লাহ আলম মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

২০২০ সালের ১৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা এক মেমোতে জানানো হয়—সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের কারণে সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের আবেদন সরকার মঞ্জুর করেছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে চলতি মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে রিটটি দায়ের হয়।

জ্যেষ্ঠ আইনজীবী কাইয়ূম জানান, প্রতারণামূলক উদ্দেশ্যে এস আলম বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেন। অভিযোগ রয়েছে, দেশের ব্যাংকিং খাত থেকে নেওয়া বিপুল অঙ্কের টাকা পরিশোধ না করার জন্য এবং ভবিষ্যতে বিদেশি নাগরিকত্বের জেরে সুরক্ষা পাওয়ার আশায় তিনি এ পদক্ষেপ নেন।

তিনি আরও জানান, একদিকে তিনি আন্তর্জাতিক সালিশি আদালতে নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করছেন, অন্যদিকে দেশে বিভিন্ন ঋণসংক্রান্ত নথিতে নিজেকে এখনো বাংলাদেশি নাগরিক হিসেবে দেখানো হচ্ছে। ইসলামী ব্যাংকের কাছে তার পাওনা এক হাজার কোটি টাকারও বেশি বলে দাবি করা হয়।

রুলে আদালত প্রশ্ন তুলেছেন-সিঙ্গাপুরে অবস্থানরত সাইফুল আলমকে কূটনৈতিক মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার এবং ব্যাংকের গ্রাহকদের অর্থ উদ্ধার করতে কেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে না।

আদেশ অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব ত্যাগ অনুমোদনের মেমো স্থগিত থাকায় সাইফুল আলম এখনো বাংলাদেশের নাগরিক হিসেবেই বহাল থাকছেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version