বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনজি এর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকটি সোমবার সন্ধ্যা ৭টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এনসিপির ছয় সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা এবং ড. আতিক মুজাহিদ।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (মিডিয়া সেল) খান মুহাম্মদ মুরসালিন জানান, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সরকারের প্রস্তুতি এবং সংবিধান সংস্কারের মতো সংস্কার বিষয়ক বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়।

তুরস্কের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপক্ষীয় সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ, রোহিঙ্গার প্রত্যাবাসন এবং দেশের সার্বিক অগ্রগতি সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তুরস্কের মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version