জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুনভাবে তাদের ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন করেছে। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে ১৩ সদস্যের এই উইং গঠিত হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উইংয়ের লিড হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ সাইফুল্লাহ, আর কো-লিড হিসেবে থাকবেন মুশফিক উস সালেহীন।
উইংয়ের অন্যান্য সদস্যরা হলেন-সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম এবং তারিক।
এনসিপি জানায়, নবগঠিত এই উইং নীতিনির্ধারণ, গবেষণা ও রাজনৈতিক বিশ্লেষণমূলক কাজের মাধ্যমে সংগঠনের কর্মপন্থা ও জাতীয় নীতি প্রণয়নে সহায়তা করবে।
