দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না; বরং প্রতিদিনই বাড়ছে মৃত্যুবরণ ও আক্রান্তের সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৭৭৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মৃত্যুবরণকারীদের মধ্যে ময়মনসিংহ বিভাগে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৭ জন ভর্তি হয়েছেন।
এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে, আর শনাক্ত রোগী ৯০ হাজার ২৬৪ জনে পৌঁছেছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১,১১১ জন। এ নিয়ে চলতি বছর মোট সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৪৪৪ জন ডেঙ্গুরোগী।
এর আগে ২০২৪ সালে দেশে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ—মারা যান ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
ম্যাংগোটিভি / আরএইচ

