জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, কোনো প্রধানমন্ত্রী যাতে আর দানবে পরিণত হতে না পারেন, তার জন্য উচ্চকক্ষের প্রস্তাব আনা হয়েছে।

তিনি বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে বলেন, ‘শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এবং সংবিধানও বাতিল করেননি। তবে স্বৈরাচারী ব্যবস্থাই একজন প্রধানমন্ত্রীকে দানবে পরিণত করেছে। আমাদের লক্ষ্য হলো এই ব্যবস্থার অবসান ঘটানো এবং জবাবদিহিতা নিশ্চিত করা।’

ড. মজুমদার আরও বলেন, উচ্চকক্ষ থাকলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সহজে পাস হবে না এবং এটি দায়িত্বশীলতা বৃদ্ধি করবে। তিনি বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর কারণে প্রধানমন্ত্রী দানবে হয়ে গেছেন। যদি উচ্চকক্ষ ভোটের অনুপাতে তৈরি করা হয়, তাহলে এটি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারবে।’

তিনি যুক্তি দেন যে, শুধু নির্বাচন করলেই সব ঠিক হবে না, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। তিনি বলেন, ‘নিয়ম-কানুন না বদলালে কাঠামো ঠিক থাকলেও কোনো কিছু কার্যকর হবে না।’

সংলাপটি সিপিডি ও ইইউ বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এনসিপি কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, নির্বাচন ব্যবস্থা কমিশনের সদস্য ড. আলিম এবং অধ্যাপক আসিফ এম শাহান প্রমুখ।

Share.
Exit mobile version