ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৯ জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন।

সোমবার (৬ অক্টোবর) দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা বাসারনাস (Basarnas) এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, ধ্বংসাবশেষের বড় অংশ সরিয়ে ফেলা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। নিহতদের অধিকাংশই কিশোর বয়সী ছাত্র।

বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, ভবনের ৮০ শতাংশ ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে। তবে স্কুলটির পাশে থাকা অন্য একটি ভবনও ধসে পড়েছে, ফলে উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে।

স্থানীয় প্রশাসনের ধারণা, স্কুল ভবনের ওপরের তলায় চলমান নির্মাণকাজের কারণে এর মূলভিত্তি দুর্বল হয়ে পড়ে, ফলে মুহূর্তেই পুরো কাঠামো ধসে যায়। এতে শতাধিক ছাত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৪২ হাজার ইসলামিক স্কুল রয়েছে, তবে এর মধ্যে মাত্র ৫০টির আনুষ্ঠানিক নির্মাণ অনুমোদন আছে। ধসে পড়া আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের নির্মাণ অনুমতি ছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, রোববার দুপুরে পূর্ব জাভার সিদোয়ার্জো শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ভবন ধসের সময় স্কুলে কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version