অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানো হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়ম অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। তবে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে।
এনবিআরের কর্মকর্তারা জানান, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৫-২৬ করবর্ষে কোম্পানি ছাড়া সকল শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। করদাতা ও বিভিন্ন পেশাজীবীদের সময় বৃদ্ধির আবেদন বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
চলতি কর বছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন বলে এনবিআর জানিয়েছে।
