সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে একটি খবর ছড়ায়। তবে আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (২৪ সেপ্টেম্বর) জানায়, বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশিদের ওপর কোনো ভিসা নিষেধাজ্ঞা নেই এবং আমিরাত সরকার এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
দূতাবাসের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মিথ্যা খবরটি প্রথম ছড়িয়েছে একটি ভিসা প্রসেসিং ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটির ঠিকানা, ফোন নম্বর, নিবন্ধক ও টেকনিক্যাল কনট্যাক্ট এবং রেজিস্ট্রারার সবই বিভিন্ন দেশের ভিত্তিক এবং উল্লেখ করা ঠিকানার কোনো অস্তিত্ব নেই।
দূতাবাস জানিয়েছে, এই ওয়েবসাইট ‘বিশ্বাসযোগ্য নয়’ এবং প্রতারক হিসেবে পরিচিত। তারা বাংলাদেশ ও ইউএইয়ে বসবাসরত সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সংবাদ প্রকাশের আগে মিডিয়াগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: গালফ নিউজ
