এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সরকারের প্রতি নতুন করে সময়সীমা বেঁধে দিয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ‘রোড টু সচিবালয়’ কর্মসূচিতে শিক্ষকদের আটকানোর পর হাইকোর্টের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করব। আগামীকাল সকাল ১১টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, আমরা শাহবাগে অবস্থান নেব। এরপরও যদি না মানে, আমরা যমুনায় যাব। তবুও যদি দাবি পূরণ না হয়, আমরা আমরণ অনশন শুরু করব।’

অধ্যক্ষ আজিজী আরও বলেন, ‘আমাদের আর পিছু হটার সুযোগ নেই। আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে; এটি এখন বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও জানান, যতক্ষণ দাবি না মানা হবে, ততক্ষণ তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে আজিজী বলেন, শিক্ষকদের আটকে দেওয়া হলেও সরকারের সঙ্গে তাদের আলোচনা চলমান রয়েছে এবং এক ঘণ্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আলোচনা চাইলে করতে পারেন, কিন্তু চুপ থাকা বা সময়ক্ষেপণ আর চলবে না। এখনই পরিষ্কারভাবে জানাতে হবে— সরকার আমাদের বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে।’

Share.
Exit mobile version