কয়েক মাসের ধারাবাহিক ঊর্ধ্বগতির পর অবশেষে রাজধানীর বাজারে চালের দাম কিছুটা কমেছে। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি বাড়ায় এর প্রভাব পড়েছে বাজারে। তবে সবজি, মাছ ও পেঁয়াজের দাম সামান্য কমলেও এখনো ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, জনপ্রিয় নাজিরশাইল ও মোটা চালের দামে কেজিপ্রতি ৪-৬ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। তবে জনপ্রিয় মিনিকেট চালের দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে বাজারে নাজিরশাইল প্রতি কেজি ৮৪-৮৬ টাকা এবং মোটা চাল ৫৬-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগে এসব চালের দাম ছিল যথাক্রমে ৯০-৯২ টাকা এবং ৬০-৬৫ টাকা। তবে মিনিকেট চাল এখনো ৭৮-৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, সবজির দাম কিছুটা কমলেও এখনো ৬০-১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পটোল, ঢ্যাঁড়শ, ঝিঙা মিলছে ৬০-৮০ টাকায়, আর করলা, বেগুন, বরবটি, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। পেঁপে (৪০ টাকা) ও আলু (৩০ টাকা) তুলনামূলক সস্তা হলেও পেঁয়াজের দাম সামান্য কমে ৬৫-৭০ টাকায় নেমেছে।
মাছের বাজারেও চড়া দাম বজায় রয়েছে। রাজধানীর বাজারে ৭০০ গ্রামের একহালি ইলিশ বিক্রি হচ্ছে ৪ হাজার টাকায়, এক কেজির বেশি ওজনের ইলিশ পিসপ্রতি ২-৩ হাজার টাকা। চাষের রুই বিক্রি হচ্ছে ৩৫০-৪২০ টাকা, তেলাপিয়া ২২০-২৬০ টাকা এবং পাঙ্গাশ ২০০-২৫০ টাকায়।
তবে ব্রয়লার মুরগি (১৭০-১৮০ টাকা) ও ডিমের (ডজনপ্রতি ১৩৫-১৪০ টাকা) দাম অপরিবর্তিত রয়েছে।

