দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বাজুসের ঘোষণায় জানানো হয়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ১ হাজার ৮৮৯ টাকা। এতে ভরি প্রতি দাম দাঁড়ালো ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দামের ঊর্ধ্বগতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম তালিকা (ভরি প্রতি)

২২ ক্যারেট সোনা: ১,৯১,১৯৬ টাকা, ২১ ক্যারেট সোনা: ১,৮২,৪৯৫ টাকা, ১৮ ক্যারেট সোনা: ১,৫৬,৪২৬ টাকা, সনাতন পদ্ধতির সোনা: ১,২৯,৭৯৭ টাকা।

অপরদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩,৪৭৬ টাকা।

Share.
Exit mobile version