দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন দামে আজ বুধবার (১ অক্টোবর) সোনা বিক্রি হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ২ হাজার ৪১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেট সোনা ভরিতে ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট সোনা ভরিতে ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার পর্যন্ত ভরিতে ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ছিল ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে।

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version