বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর, ফেসবুকে ভারতবিরোধী একটি স্ট্যাটাস দেওয়ার কারণে আবরারকে বুয়েট শেরেবাংলা হলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
আন্তর্বর্তী সরকার আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে ও ২৫ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, শহীদ আবরার ফাহাদের স্মরণে আজ সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরারের বাবা মো. বরকত উল্লাহ।
শিল্পকলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সারাদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আবরার ফাহাদের জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হবে, যার মূল প্রতিপাদ্য বিষয়: ‘আবরার ফাহাদ: বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক ও আমাদের সংস্কৃতি’।
ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।
২০১৯ সালের ৫ অক্টোবর ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পর আবরারকে ৬ অক্টোবর রাতে তার কক্ষে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। মামলায় সব মিলিয়ে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয় এবং পরবর্তী রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায়ের শুনানির পর হাইকোর্ট আদালত রায় বহাল রেখেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন পলাতক, পাশাপাশি মুনতাসির আল (জেমি) গত বছর গাজীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেছেন।
এদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা করেছে। দিবসটি যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে শাখাভিত্তিক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান, ক্যাম্পাসে নিপীড়নবিরোধী সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন এবং ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগের নির্যাতনের চিত্র তুলে ধরাসহ আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
ম্যাংগোটিভি/আরএইচ

