বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) ঘোষণা করার পর আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করেছে। বাড়িভাড়া সংক্রান্ত অগ্রগতি সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

তিনি আরও বলেন, আমরা মনে করি শিক্ষক সমাজের প্রাপ্য আরও বেশি। তবে বর্তমান সীমাবদ্ধতার মধ্যে যা সম্ভব ছিল, অর্থ মন্ত্রণালয় সেটির বরাদ্দ দিয়েছে। আমরা আশা করি, এখন শিক্ষকরা দায়িত্বশীলতার সঙ্গে শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে।

উপদেষ্টা বলেন, যেসব স্থানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে, সেসব শিক্ষককেও আমি অনুরোধ করব যেন তারা ক্লাসে ফিরে যান। আমরা যা করতে পেরেছি, সেটা আন্তরিক চেষ্টার ফল।

উল্লেখ্য, রোববার অর্থ মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) করা হয়েছে। এটি নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

তবে শিক্ষকরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে অনশনসহ সব কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version