ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শুক্রবার রাত ১২টা থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

পদ্মা-মেঘনার প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য এ সময়ে মাছ ধরা, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্সের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।

চাঁদপুরে নিবন্ধিত প্রায় ৪৩ হাজার জেলে এ সময় মাছ ধরতে পারবেন না। তাদের প্রত্যেককে ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে, যা আগামী এক সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে।

নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share.
Exit mobile version