চারদিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা জোরদারের অংশ হিসেবে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এটি তার প্রথম বাংলাদেশ সফর।

কমনওয়েলথের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসচিবের ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে তিনি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, হাইকমিশনার ও অন্যান্য অংশীদারের সঙ্গে বৈঠক করবেন। নির্বাচনের আগমুহূর্তে গণতান্ত্রিক পরিবেশ, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং সমমানের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে এসব সাক্ষাতে।

গত মাসে বাংলাদেশে আসা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলের মিশনের ধারাবাহিকতা হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। মূল্যায়ন দলটি রাজনৈতিক ও নাগরিক অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে আসন্ন নির্বাচনের সামগ্রিক পরিবেশ পর্যালোচনা করেছিল।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, মহাসচিব শার্লি বচওয়ের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কূটনীতিকদের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে। এসব আলোচনার সময় তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনার বিষয়েও ব্রিফ করবেন—যার তিনটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র।

সফরের আগে এক বিবৃতিতে শার্লি বচওয়ে বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংগঠনে যোগ দিয়েছিল তা কমনওয়েলথ-এটি দুই পক্ষের দৃঢ় অংশীদারিত্বের প্রতিফলন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন। শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টিতে কমনওয়েলথ সবসময় বাংলাদেশের পাশে রয়েছে।

তার সফর দুই পক্ষের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version