রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ করে আইনজীবী নাঈম কিবরিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ১৭ ডিসেম্বর আইনজীবী নাঈম কিবরিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার আত্মীয় রাকিবুল ইসলামের বাসায় বেড়াতে যান। এরপর ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আত্মীয়ের ব্যবসায়িক অংশীদার মোতালেব মিয়ার প্রাইভেটকারে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরতে বের হন তারা।
এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অন্য মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এদিকে আইনজীবী নাঈম কিবরিয়া হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা। রোববার পুরান ঢাকার ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে ‘সচেতন আইনজীবী সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মব সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

