কম বয়সে দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও আচরণে নেতিবাচক প্রভাব পড়ছে—এমন উদ্বেগের ভিত্তিতে বিশ্বে প্রথমবারের মতো ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। আগামী ১০ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া আইনটি মেনে চলতে এরই মধ্যে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করেছে মেটা।

বিবিসির তথ্যমতে, গত মাসেই মেটা জানিয়েছিল—১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ৪ ডিসেম্বর থেকে অপসারণ করা হবে। এতে প্রায় দেড় লাখ ফেসবুক এবং ৩.৫ লাখ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রভাবিত হবে। থ্রেডস ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত হওয়ায় এ প্ল্যাটফর্মেও একই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

নতুন আইনে সব সোশ্যাল প্ল্যাটফর্মকে বাধ্য করা হয়েছে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট বন্ধ করতে। আইন অমান্য করলে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে।

মেটার এক মুখপাত্র জানিয়েছেন, নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে ‘বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া’ চলবে। তাদের মতে, বয়স যাচাইয়ের দায়িত্ব অ্যাপ স্টোরগুলো (অ্যাপল, গুগল প্লে) গ্রহণ করলে প্রক্রিয়া আরও কার্যকর হবে।

মেটা আরও জানায়, যেসব কিশোরের অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে তারা চাইলে নিজেদের ছবি, ভিডিও, পোস্ট ও মেসেজ আগে থেকেই ডাউনলোড করে রাখতে পারবেন। ভুলভাবে ১৬ বছরের নিচে শনাক্ত হলে ভিডিও সেলফি বা সরকারি আইডির মাধ্যমে বয়স যাচাই করা যাবে।

শুধু মেটা নয়—ইউটিউব, এক্স, টিকটক, স্ন্যাপচ্যাট, রেডিট, কিক ও টুইচ—সব প্ল্যাটফর্মই এই আইনের আওতায় পড়ছে।

অস্ট্রেলিয়া সরকার জানায়, শিশুদের অনলাইন ক্ষতিকর কনটেন্ট ও ঝুঁকি থেকে রক্ষার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে—১০ থেকে ১৫ বছর বয়সী ৯৬ শতাংশ শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এবং তাদের বড় অংশই সহিংসতা, মিসোজিনি, ইটিং ডিসঅর্ডার, আত্মহত্যা-উদ্দীপক কনটেন্ট ও সাইবারবুলিংয়ের মুখোমুখি হয়। গবেষণা বলছে, প্রতি ৭ জনে ১ জন গ্রুমিংয়ের শিকার এবং অর্ধেকের বেশি সাইবারবুলিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

তবে সমালোচকদের মতে, সরাসরি নিষেধাজ্ঞা কিশোরদের আরও অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার কমিউনিকেশনস মন্ত্রী আনিকা ওয়েলস বলেন, “জেনারেশন আলফাকে রক্ষার জন্য এটি জরুরি পদক্ষেপ।”

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version