দীর্ঘ অসুস্থতার পরও প্রিয় কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন (বিএফডিসি) ঘুরে দেখা হলো অভিনেতা ইসমাইল হোসেন ফকিরাকে। তিনবার স্ট্রোকের পর প্রায় এক বছর কথা বলতে অক্ষম ৭০০টিরও বেশি ছবির অভিনেতা আজ সহকর্মীদের সাহায্যে এফডিসিতে প্রবেশ করেন। এসময় তিনি অঝোরে কেঁদে সবার মন ভারাক্রান্ত করেছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান জানান, ফকিরা ভাই চোখের পানিতে শুধু মানুষ চিনতে পারছেন। তিনি প্রিয় কর্মক্ষেত্রে ফিরে এসে সহকর্মীদের কাছে ক্ষমা চাইলেন এবং দোয়াও চেয়েছেন।
ফকিরা অতীতের ব্যস্ত অভিনেতা ও ফাইটার ছিলেন। তবে করোনার পর থেকে সিনেমা থেকে দূরে সরে গিয়ে অসহায় জীবনযাপন করছেন। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান থাকলেও চিকিৎসা ও সংসারের খরচ সামাল দিতে হিমশিম করছেন তারা।
ম্যাংগোটিভি/আরএইচ

