দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। আজ বুধবার (২১ জানুয়ারি) তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ তিনি চিরবিদায় নিয়েছেন। সবাই তাঁর আত্মার শান্তির জন্য দোয়া করবেন।’

পারিবারিক সূত্র ও শিল্পী সমিতি জানায়, ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। পাশাপাশি তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন। এর আগে দুইবার হার্ট অ্যাটাক করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা।

১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় ইলিয়াস জাভেদের। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবানা। এরপর টানা কয়েক দশক তিনি বাংলা চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করেছেন।

ক্যারিয়ারে প্রায় ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন ইলিয়াস জাভেদ। নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় সাফল্যের সঙ্গে সময় কাটান। নায়ক হিসেবে তাঁর পরিচয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্য পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেন।

ইলিয়াস জাভেদের প্রকৃত নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রটি বিশেষভাবে আলোচিত।

১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরবর্তীতে তিনি পরিবারসহ পাঞ্জাবে বসবাস শুরু করেন। ১৯৮৪ সালে তিনি চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।

বাংলা চলচ্চিত্রের এই গুণী অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version