অতীতের ভুলের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

জামায়াত আমির বলেন, ‘জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা কারও কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাই। আজ পর্যন্ত আমরা ভুল করিনি—এমন দাবি করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক হলেও একটা সিদ্ধান্ত বেঠিক হতে পারে। সেই একটি ভুল সিদ্ধান্তে যদি জাতির ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষমা চাইতে আপত্তি কোথায়?’

সভায় জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা ও অন্যান্য ইস্যুতে গণভোটের দাবি জানান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন রমজানের আগেই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী দেশের সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করবে বলেও আশ্বাস দেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর ৩৩ দিন চিকিৎসাধীন থেকে ২ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান তিনি। চিকিৎসা শেষে কিছুদিন বিশ্রামে থেকে সম্প্রতি আবারও দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছেন। এটি তার অসুস্থতার পর প্রথম বিদেশ সফর।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version